মানুষ আওয়ামী লীগকে আর অজেয় ভাবছে না!
মুশফিক ওয়াদুদ: দীর্ঘ সময় সাংবাদিকতা করার কারণে আত্নীয় স্বজন বন্ধু বান্ধব দের সাথে আলাপ করার সময় দেশ এবং সরকারের অবস্থান নিয়ে মানুষের পারসেপশন বুঝতে চেষ্টা করার একটি অভ্যাস হয়ে গেছে।
এ সরকার নিয়ে সবার এ ধরণের একটি পারসেপশন পেতাম যে সবাই মনে করতো আওয়ামী লীগ আরো বহু সময় ক্ষমতায় থাকবে। এবং এ ভাবনা অনেক বিএনপির কট্টর সমর্থক দের মধ্যেও দেখেছি সব সময়। “আওয়ামী লীগের বুদ্ধির সাথে বিএনপি পারবে না” এমন কথা শুনতাম সব সময়।
গত কিছু দিনে আলাপে আমার মনে হয়েছে আওয়ামী লীগ সম্ভবত সবচেয়ে ক্রাইসিস সময় পার করছে সাম্প্রতিক সময়ে। মানুষের পারসেপশনের পরিবর্তন হয়েছে। বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ কে আর অজেয় ভাবছে না
দুটি বিষয় এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে মনে হয়
১। বিএনপির সমাবেশের জনসমাগম
২। লোডশেডিং এবং জীবন যাত্রার ব্যয় বাড়া
সাধারণ মানুষের মধ্যে এমন একটি পারসেপশন তৈরি হয়েছিল যে দেশে উন্নয়ন হয়েছে, আমরা উন্নত দেশে হয়ে যাচ্ছে। এ পারসেপশনের কারণে অন্য অনেক বিষয়ও মেনে নিত মানুষ।
মানুষের সে ধারণা গত কয়েক দিনে বড় ধরণের ধাক্কা খেয়েছে। এ অবস্থা সঠিক ভাবে হ্যান্ডেল করতে না পারলে আওয়ামী লীগ বড় ধরণের সংকটে পরবে।
*লেখকের ফেসবুক পোষ্ট