টরন্টোয় শিল্পী লিওনার্ড শেখর গোমেজের গানের সন্ধ্যা
নতুনদেশ ডটকম: নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি শিল্পী লিওনার্ড শেখর গোমেজকে নিয়ে শনিবার সন্ধ্যায় অসাধারন এক ‘গানের সন্ধ্যা’ অনুষ্ঠিত হলো টরন্টোয়। পুরনো দিনের গানে গানে চার ঘন্টারও বেশি সময় হলভর্তি দর্শকদের মুগ্ধতায় আটকে রাখে শিল্পী লিওনার্ড শেখর গোমেজ।
ঢাকার নটরমে কলেজের সাবেক শিক্ষক শিল্পী লিওনার্ড শেখর গোমেজ টরন্টোয় বেড়াতে এলে তাঁর স্বজন, শুভাকাংখীরা আয়োজন করে গানের সন্ধ্যার। জুলিয়ানা রিনি ডি’ক্রুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষে ভিনসেন্ট রিবেরী,কংকন ভাদুরী এবং ফ্রান্সিস পিলে শিল্পীকে ফুল দিয়ে স্বাগত জানান এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানান। তারপর শুরু হয় শিল্পীর একক সঙ্গীত পরিবেশনা।
বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সময়ের জনপ্রিয় গানের পাশাপাশি বাংলা গানের কিংবদন্তি শিল্পী মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, পিন্টু ভট্টাচার্য্য প্রমুখের কালজয়ী গান গেয়ে শোনান শিল্পী লিওনার্ড শেখর গোমেজ। সব শিল্পীর গানই যেন তার কণ্ঠে মানিয়ে যায়। শিল্পীর পরিশীলিত দরাজ কন্ঠে ফেলে আসা সময়ের জনপ্রিয় সবগানগুলো দর্শকদের মুগ্ধতায় ভরিয়ে দেয়।
শিল্পীর সঙ্গে যন্ত্রাংশে সহায়তা করেন জাহিদ হোসেন, তানজির আলম রাজিব, লিটন ডি ক্রুজ, আজিম অপূর্ব প্রমূখ।