জনমত জরীপ: কনজারভেটিভ পার্টি বেশি আসন পাবে!
নতুনদেশ ডটকম: এই মুহুর্তে নির্বাচন হলে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টির চেয়ে পিয়েরে পলিয়েভ এর নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি বেশি আসন পাবে। ‘ন্যানোস রিসার্চ’ এর সর্বশেষ জরীপে এই তথ্য উঠে এসেছে।
জরীপে দেখা যায়,এই মুহুর্তে নির্বাচন হলে কনজারভেটিভ পার্টি ১০৮টি আসনে বিজয়ী হবে। অপরদিকে ক্ষমতাসীন লিবারেল পার্টি পাবে ১০৬ টি আসন। এনডিপি ৪১টি এবং ব্লক কুইবেকোয়া ২৪টি আসন পাবে বলে জরীপের তথ্যে বলা হয়েছে।
প্রসঙ্গত, বিগত দুটি নির্বাচনেই কনজারভেটিভ পার্টি ভোট বেশি পেলেও কম আসন পাওয়ায় সরকার গঠন করতে পারেনি।
জরীপে বলা হয়েছে, ৬৭টি আসনের ফলাফল পর্যালোচনায় দেখা গেছে এই আসনগুলোয় দুই দলের অবস্থান এতোটাই কাছাকাছি যে এখনি কাউকে বিজয়ী বলার সুযোগ নেই। আগামী নির্বাচনে এই ৬৭টি আসন নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারনা করা হচ্ছে। বৃহত্তর টরন্টো, ব্রাম্পটন, ওকভিল বারলিংটন এলাকায় এই আসনগুলো গত দুই নির্বাচনেই লিবারেল এর ঘাঁটি হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক জরীপ বলছে এলাকাবাসী লিবারেল থেকে মুখ ঘুরিয়ে কনজারভেটিভের দিকে ঝুঁকছে।
জনতম জরীপের বিশ্লেষণে বলা হয়েছে, অন্টারিওতে কনজারভেটিভ পার্টির গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা দুই বাড়ছে।