নতুন নাম পাচ্ছে নিউইয়র্কের ম্যাকডোনাল্ড এভিনিউ
সোহেল মাহমুদ: ১৬ অক্টোবর রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে “লিটল বাংলাদেশ ওয়ে”র নামফলক উন্মোচিত হবে এই সড়কের কিছু অংশে। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফের উদ্যোগে এ নামকরণ।
সিটিতে এ নিয়ে একটা বিল পাস হয়েছে। ম্যাকডোনাল্ড এভিনিউর যে অংশ চার্চ এভিনিউতে মিশেছে, নামফলক বসানো হবে সেখানে। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরোর কেনসিংটনে এর অবস্থান। এই এলাকাকে ঘিরে গড়ে উঠেছে বাংলাদেশীদের ব্যবসা ও বসতি।
শাহানা হানিফ জানান, অভিবাসী বাংলাদেশীদের জনগোষ্ঠী হিসেবে আরো শক্তিশালী ও অগ্রসরমান করতে তার এ উদ্যোগ।
নিউইয়র্কে বসবাসরত সাংবাদিক সোহেল মাহমুদের ফেসবুক পোষ্ট