কানাডায় ধর্মে অবিশ্বাসীর সংখ্যা বাড়ছে
নতুনদেশ ডটকম: প্রথাগত কোনো ধর্মের সাথে সম্পর্ক রাখা বা ধর্ম বিশ্বাস করার লোকের সংখ্যা কমে যাচ্ছে কানাডায়। স্ট্যাটিসটিক্স কানাডার জরীপে এই তথ্য বেরিয়ে এসেছে। গত বিশ বছরে কোনো ধর্মেই বিশ্বাস করেন না বা সম্পর্ক রাখেন না এমন লোকের সংখ্যা দ্বিগুন হয়েছে।
২০০১ সালে কানাডার মোট জনসংখ্যার ১৬.৫ শতাংশ নিজেদের কোনো ধর্মেই বিশ্বাসী নন বলে প্রকাশ করেছিলেন। সেটি বেড়ে এখন ৩৪.৬ শতাংশ হয়েছে। অর্থ্যাৎ কানাডার জনসংখ্যার ৩৪.৬ শতাংশ প্রথাগত ধর্মে বিশ্বাস করেন না।
সংখ্যাগুরু খ্রীষ্টানের দেশ হলেও কানাডায় খ্রীষ্ট ধর্মাবলম্বীর সংখ্যা কমছে। ৫৩ শতাংশ নাগরিক নিজেদের খ্রীষ্টান ধর্মাবলম্বী হিসেবে প্রকাশ করেছেন। এই সংখ্যাটা ২০০১ সালের চেয়ে ২৪ শতাংশ কম।
তবে এই সময়ে মুসলিম, হিন্দু এবং শিখ ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে। চলতি জরীপে জনসংখ্যার ৪.৯ শতাংশ মুসলমান,২.৩ শতাংশ হিন্দু এবং ২.১ শতাংশ শিখ হিসেবে প্রকাশ করেছেন। দক্ষিণ এশিয়া থেকে আসা অধিকাংশ অভিবাসী নিজেদের এই তিনটি ধর্মে বিশ্বাসী হিসেবে প্রকাশ করেছেন।
ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে কানাডার ৩৪.৬ শতাংশ কোনো ধর্মে আস্থা রাখেন না।