পুরষ্কার বিজয়ী লেখক জসিম মল্লিকের সঙ্গে আনন্দ সন্ধ্যা
নতুনদেশ ডটকম: কথাসাহিত্যিক জসিম মল্লিক তাঁর লেখালেখিতে একদিকে যেমন মানুষের সুক্ষ্ণ আবেগকে নিপুণভাবে তুলে এনেছেন, একই সঙ্গে সমকালীন বাস্তবতাকেও গুরুত্ব দিয়েছেন। বাংলা একাডেমী তাঁকে সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরষ্কারে ভূষিত করে সত্যিকারের প্রতিভাকে সম্মান জানিয়েছে।
লেখক জসিম মল্লিকের বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরষ্কার প্রাপ্তি উপলক্ষে টরন্টোবাসী আয়োজিত আনন্দ সন্ধ্যায় বক্তারা এই অভিমত প্রকাশ করেছেন। রোববার সন্ধ্যায় ‘লবঙ্গ রেস্টুরেন্টে’ আয়োজিত এই আনন্দ সন্ধ্যায় টরন্টোর লেখক,কবি- সাহিত্যিক, সাংবাদিকসহ সাহিত্য সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লেখক জসিম মল্লিককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আলোচনায় বক্তারা লেখক জসিম মল্লিকের লেখালেখির বিভিন্ন বিষয় ছাড়াও তাঁকে ঘিরে বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। এইসব স্মৃতি কথা মানুষ হিসেবে জসিম মল্লিকের সারল্য এবং মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে ওঠে।
সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক এবং এনআরবি টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এই আনন্দ সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত কবি আসাদ চৌধুরী, বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত ছড়াকার লুৎফর রহমান রিটন। পুরষ্কার প্রাপ্ত লেখক জসিম মল্লিক তার লেখালেখি নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।
অনুষ্ঠানে লেখক জসিম মল্লিকের লেখালেখি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমী সৈয়দ ওয়ালিউল্লাহ পুরষ্কার প্রাপ্ত লেখক ও চিত্র শিল্পী সৈয়দ ইকবাল. লেখক জসিম মল্লিকের মেয়ে ফারিসা ফারজিন অরিত্রি,প্রাবন্ধিক-কলম লেখক ড, মোজাম্মেল খান, লেখক গবেষক হাসান মাহমুদ,চলচ্চিত্র নির্মাতা এনায়েত করীম বাবুল, প্রবাসী কণ্ঠের সম্পাদক খুরশিদ আলম, অন্যমেলার কর্ণধার সাদী আহমেদ, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, সাংবাদিক রেজাউল হাসান,লেখক তাসরিনা শিখা, মোয়াজ্জেম খান মনসুর, জালাল কবির, সেলিনা সিদ্দিকী শুশু,শামস উল আলম প্রমূখ।
কণ্ঠশিল্পী ফারহানা শান্তা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।