নিজ খরচে অবকাশ কাটাতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো
নতুনদেশ ডটকম: প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরিবারের সদস্যদের নিয়ে অবকাশ কাটাতে দুই সপ্তাহের জন্য কোস্টারিকা যাচ্ছেন। দুই সপ্তাহের থাকা খাওয়ার খরচ তিনি নিজের পকেট থেকে পরিশোধ করবেন। কিন্তু তাঁকে যেতে হবে রয়্যাল কানাডীয়ান এয়ার ফোর্সের বিমানে ।নিরাপত্তাজনিত কারনে কানাডীয়ান প্রধানমন্ত্রী অন্য কোনো প্লেনে ভ্রমণ করতে পারবেন না- এটাই নিয়ম। এমন কি ব্যক্তিগত বা পারিবারিক ভ্রমণ হলেও।
গত ক্রিসমাসেও ট্রুডো পরিবার কোস্টারিকায় অবকাশ কাটিয়েছেন। সে সময় বিমানের খরচ হয়েছিলো ৫৭ হাজার ডলার। এর বাইরে বিমানের ক্রুদের সেন্ট জোনস থাকা খাওয়ার খরচ তো আছেই। বিমান এবং ক্রুদের খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকেই যাবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা এই ষপরের ব্যাপারে ‘ফেডারেল এথিকস অফিসে’র সাথে আলোচনা করেছে- তার এই ষফরে কোনো ধরনের কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হয় কী না কিংবা এথিকস লংঘিত হয় কী না। ২০১৬ সালে বাহামায় আগা খান পরিবারের ব্যক্তিগত আইল্যান্ডে অবকাশ কাটাতে যাবার পর তার বিরুদ্ধে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ রুলস লংঘনের অভিযোগ উঠেছিলো। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে জন্য ক্ষমা চেয়েছিলেন।