ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অ্যালামনাই কানাডার পূর্ণাঙ্গ কমিটি
নতুনদেশ ডটকম: কানাডায় বসবাসরত ময়মনসিংহ মেডিকেল কলেজের গ্র্যাজুয়েটদের সংগঠন ‘ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অ্যালামনাই কানাডার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৫৩ সদস্যের নতুন এই কমিটিতে কলেজটির ১৪ তম ব্যাচের ডা. মো. আতাউর রহমান তালুকদার (ডা. শাহীন) সভাপতি ও ২৫ তম ব্যাচের ডা. মো. জামিলুর রহিম (ডা. জামিল) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর ১৯ সদস্যের একটি অস্থায়ী কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলো। এবার পরিপূর্ণ কমিটি গঠন করা হয়।
একই সঙ্গে ডা.আহমেদ সাইদ মাও এম- ১১, ডা. মো. মোসাদ্দেক এম- ১৪, ডা.জামান আরা এম- ১৪,ডা. এনায়েত আনন্দ এম-১৯,ডা. এহসানুল হক অপু এম- ২০,ডা. শামীমা এম-২০, ডা. নাসিম সুলতানা এম- ২৭কে নিয়ে শক্তিশালী একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি:ডা. শামীম আহমেদ এম- ১৪,ডা. মো. মোখলেসুর রহমান লিটন এম- ১৮, ডা. এ কে এম কামরুল আহসান এম- ২১, কোষাধ্যক্ষ: ডা. মো. মোস্তাফিজুর রহমান লোটাস এম-১৫, যুগ্ম-কোষাধ্যক্ষ:ডা. সাবির আহমেদ ভূঁইয়া এম-১৭, যুগ্ম-সাধারন সম্পাদক: ডা. সৈয়দা লায়লা ডালিয়া এম-২৭, সাংগঠনিক সম্পাদক: ডা. সাইফুল ইসলাম মৃধা রন্জু এম- ২৭, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক: ডা. মোঃ হোসাইন সাদেক বিন সাঈদ এম-৩১,যোগাযোগ গণমাধ্যম ও প্রচার সম্পাদক: ডা. মুনিরা সুলতানা শম্পা এম- ৩০, যুগ্ম-যোগাযোগ গণমাধ্যম ও প্রচার সম্পাদক: ডা. মুশফিকা মাহমুদ মিশু এম- ৩০,বৈজ্ঞানিক এবং গবেষণা সম্পাদক:ডা. ইসমা রাসুল স্বাতী এম- ২৬, যুগ্ম-বৈজ্ঞানিক এবং গবেষণা সম্পাদক: ডা. সাঈদা ইয়াসমিন রিমি এম- ৩০, সাংস্কৃতিক সম্পাদক:ডা. ফারজানা আমিন হিয়া এম- ২৭, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক:ডা. নাফিসা আলি এম-৩৭, আপ্যায়ন সম্পাদক:ডা. হুমায়রা আলম মৌ এম- ২৭,যুগ্ম-আপ্যায়ন সম্পাদক: ডা. ফারহানা সঞ্চিতা এম- ৩৭, তহবিল ও কল্যাণ সম্পাদক:ডা. সৈয়দ জ্যাকি এম- ২৮, যুগ্ম-তহবিল ও কল্যাণ সম্পাদক:
ডা. মারিয়া এম- ৩৫, ক্রীড়া সম্পাদক: ডা. আরিফা মিতু এম- ২৮,যুগ্ম-ক্রীড়া সম্পাদক:
ডা. ইমরান পারভেজ এম- ৩৬, সাহিত্য ও শিক্ষা সম্পাদক:ডা. শাহীন ফেরদৌসি এম- ২৯,যুগ্ম-সাহিত্য ও শিক্ষা সম্পাদক: ডা. মাহমুদা ইয়াসমিন এম- ৩৪।
এছাড়া কার্যনির্বাহী পরিষদ সদস্য হয়েছেন, ডা. মনিরা খাতুন এম- ১৬,ডা. মাকসুদা বেগম শিউলি এম-২১, ডা. পার্ল রোজারিও এম- ২১,ডা. ইখতেয়াজ আহমেদ জুয়েল এম- ২৬,ডা. দিলারা দিলজু এম- ২৭, কার্যকরী সদস্য: ডা. আরিফা নাজনীন এম- ২১
ডা. শাহীনা এম- ২৪,ডা. রাজিয়া এম- ২৪,ডা. কাজল এম- ২৪,ডা. সাকিনা মুন্নী এম- ২৭,ডা. কানিজ এম- ২৭,ডা. করবী সাহা এম- ২৭,ডা. টিপু এম- ২৮, ডা. বুশরা এম- ২৮,ডা. রাসেল এম- ২৯, ডা. লিজু এম- ২৯,ডা. রাখী এম- ২৯, ডা. শার্লী এম. ২৯,ডা. নাদিরা এম- ৩৭,ডা. আফরোজা এম- ৩৭,ডা. মনি জোবায়দা এম- ৪১,ডা. মিতিন নুসরাত ইসলাম এম- ৪১।