অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জালালাবাদ এসোসিয়েশন
নতুনদেশ ডটকম: জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরান্টো, কানাডার আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন মোস্তাক আহমেদ, রেজাউর রহমান, রেশাদ চৌধুরী, খুশনুর রশীদ চৌধুরী, ছাদ ছৌধুরী, মিজান চৌধুরী ও আহাদ খন্দকার।
গত ২৭ সেপ্টেম্বর রিজেন্ট পার্ক এর ১৭৫ রিভার স্ট্রীটে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরান্টোর বর্তমান কার্যকরী কমিটি এবং কমিউনিটির অন্যান্য প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সুপারিশমালা তৈরি করবে।
ইতিমধ্যে গত ৩ অক্টোবর ২৮৯৯ ড্যানফোর্থ অ্যাভিনিউতে কমিটির প্অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশন গঠনতন্ত্র, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া, সদস্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পর্যায়ক্রমিক আলোচনার অংশ হিসাবে গত ১৭ অক্টোবর ২৮৯৯ ড্যানফোর্থ অ্যাভিনিউতে কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় সর্বসম্মতিক্রমে গুরুত্বপূণৃণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্দান্তগুলেঅর মধ্যে রয়েছে,সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, নিয়মানুযায়ী সকল সিলেট বিভাগবাসী সদস্য হতে পারবেন, আসন্ন নির্বাচন উপলক্ষে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হবে। বর্তমান কমিটি কতৃক ২ জন এবং কমিউনিটির পক্ষ থেকে ৩ জন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হবে।, সদস্য সংগ্রহের ফি সহ নমিনেশন ফি সংক্রান্ত সকল তথ্য নির্বাচন কমিশনকে অবহিত করা হবে,সংগঠনের সদস্য সংগ্রহের শেষ তারিখ আগামী ২০ নভেম্বর রবিবার পর্যন্ত বর্ধিত করার অনুরোধ করা হবে,সদস্য সংগ্রহ যাচাই ও তত্বাবধানে কমিউনিটি থেকে দুই জনকে দায়িত্ব প্রদান করা হবে, বিগত দিনের কার্যক্রম বিবেচনায় খসরুজ্জামান চৌধুরী দুলুকে সর্বসম্মতিক্রমে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়।
কমিটির আট সদস্যের অনুমতিক্রমে এই সুপারিশ সমূহ বাস্তবায়ন করার অনুরোধ করে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর কার্যকরী কমিটির কাছে পাঠানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মোহাম্মদ রেজাউর রহমান,মোশতাক আহমদ,এস. আর. চৌধুরী রেশাদ,খুসনুর রশিদ চৌধুরী,খন্দকার আব্দুল আহাদ,মিজানুর চৌধুরী,ছাদ চৌধুরী,খছরুজ্জামান চৌধুরী দুলু ।
এরই ধারাবাহিকতায় গত ১৯শে অক্টোবর জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরান্টোর কার্যকরী কমিটির এক সভায় উপরোক্ত আট সদস্যের প্রেরিত সুপারিশগুলো আলোচনা ও পর্যালোচনা করা হয়।একটি অবাধ ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার লক্ষে সবগুলো সুপারিশ সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি।