কুইবেকে ক্ষমতাসীন দলের বিপুল বিজয়
নতুনদেশ ডটকম: কুইবেক প্রভিন্সিয়াল নির্বাচনে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসীন কোয়ালিশন এভেনির কুইবেক (সিএকিউ) দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছে।
স্থানীয় সময় রাত ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী ১২৫ আসনের সংসদে সিএকিউ ৮৯, লিবারেল ২৩, কুইবেক সলিডিয়ার ১০ এবং পার্টি কুইবেকোয়া ৩টি আসনে জয়ী হয়েছে।
সবকটি জনমত জরীপেই ধারনা পাওয়া যাচ্ছিলো যে ক্ষমতাসীন সিএকিউ দ্বিতীয় মেয়াদে বিজয়ী হচ্ছে। প্রধান বিরোধী দল কে হবে তা নিয়ে কুইবেক লিবারেল পার্টি এবং কুইবেক সলিডিয়ার এর মধ্যে প্রতিদ্বন্ধিতার আভাস পা্ওয়া যাচ্ছিলো। তবে লিবারেল পার্টি সহজেই প্রধান বিরাধী দলের জায়গা ধরে রাখতে পেরেছে।
নির্বাচনের পর বিজয় ভাষনে নতুন প্রিমিয়ার ফ্রাসোয়াঁ লেগো বলেছেন, জনগন ধারাবাহিকতার পক্ষে মতামত দিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংসদীয় আসনের অর্ধেকের বেশী অংশ নিয়ে গঠিত প্রভিন্সিয়াল আসনে লিবারেল পার্টি দ্বিতীয় স্থানে রয়েছে। এ আসনে জয় পেয়েছে আঞ্চলিক দল কিঊএসের প্রার্থী। ফেডারেল আর প্রভিন্সিয়াল লিবারেল যদিও একই দল নয় এবং নির্বাচনে কেউ কারো সাথে সংশ্লিষ্টতা প্রদর্শন করেনা।
কুইবেক প্রভিন্সিয়াল নির্বাচনে ৬৩লাখের মতো রেজিস্ট্রার্ড ভোটারের মধ্যে সাড়ে ৩৭ লাখের বেশী ভোটার ভোট দিয়েছেন।শতকরা হিসেবে ভোট পরেছে ৬২.৬৯ শতাংশ।