কুইবেকে আজ প্রভিন্সিয়াল নির্বাচন
নতুনদেশ ডটকম: কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ প্রভিন্স কুইবেকে আজ প্রভিন্সিয়াল নির্বাচন। সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। ইমিগ্রেশন, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয় নির্বাহ,পরিবেশ এবং কুইবেকের স্বতন্ত্র পরিচয়- এই নির্বাচনে প্রধান ইস্যূ হিসেবে আলোচিত হয়েছে।
কোয়ালিশন এভেনির কুইবেক (সিএকিউ) নেতা ফ্রাসোয়াঁ লেগু দ্বিতীয় মেয়াদে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন বলে এ পর্যন্ত পরিচালিত সবকটি জনমত জরীপেই আভাস দেয়া হয়েছে। বর্তমানে তার দলের ৭৬টি আসন আছে। ২৭টি আসন নিয়ে সংসদে থাকা কুইবেক লিবারেল পার্টি অনেকগুলো আসনেই তুমুল প্রতিদ্বন্ধিতার মুখোমুখি।কুইবেক সলিডারিটি এবং ব্লক কুইবেকো তাদের বর্তমানের যথাক্রমে ১০ এবং ৭টি আসন ধরে রাখার চেষ্টায় আছে। কনজারবেটিভ পার্টি গত নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছিলো।
২০১৮ সালের নির্বাচনে ৬৬.৪৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।
ছবি: সিবিসি নিউজ থেকে নেয়া।