স্কারবোরোর সাতটি স্কুলে আড়াই ঘন্টার হোল্ড অ্যান্ড সিকিউর
নতুনদেশ ডটকম: নিরাপত্তাজনিত কারনে স্কারবোরো ক্লিফসাইড এলাকার সাতটি স্কুল আড়াই ঘন্টা অবরোধ (হোল্ড অ্যান্ড সিকিউর) করে রাখে পুলিশ। এলাকায় একজন অস্ত্রধারীকে দেখা গেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নেয় বলে জানিয়েছে।
স্কুলগুলো হচ্ছে, ক্লিফসাইড, চাইন ড্রাইভ এবং জন এ লেসলি পাবলিক স্কুল,সেইন্ট জন হেনরি, ইমাকোলেট হার্ট, সেইন্ট তেরেসা শ্রাইন এবং সেইন্ট আগাথা।
পুলিশ জানায়, একজন শিক্ষার্থী বাস স্টপে অস্ত্রহাতে একজনকে দাঁড়িয়ে দেখেছে বলে স্কুলে রিপোর্ট করলে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ ওই এলাকার সাতটি স্কুলে ’হোল্ড অ্যান্ড সিকিউর’ ঘোষনা করে। দুপুর বারোটা থেকে আড়াইট পর্যন্ত সাতটি স্কুলেই এই অবস্থা চলে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে শণাক্ত বা আটক করতে পারেনি। তবে তাদের তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
কয়েকদিন আগেই একই কারনে আরএইচ কিং এবং তৎসংলগ্ন তিনটি স্কুলে হোল্ড অ্যান্ড সিকিউর ঘোষনা করা হয়েছিলো।