’মন্ট্রিয়লের ৮০% অভিবাসী কোনো কাজ করে না!’
নতুনদেশ ডটকম: নতুন অভিবাসী হিসেবে মন্ট্রিয়লে যারা আসেন তাদের ৮০ শতাংশই কোনো কাজ করেন না এবং ফরাসী ভাষা জানেন না।কুইবেকের ইমিগ্রেশন এবং লেবার মিনিস্টার জঁ বুলে এই দাবি করেছেন।
আসন্ন প্রভিন্সিয়াল নির্বাচনকে সামনে রেখে রেডিও কানাডার এক বিতর্কে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।কাল সোমবার ( ৩ অক্টোবর) কুইবেকের প্রভিন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইমিগ্রেশন মন্ত্রীর এই বক্তব্য নিয়ে অভিবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে এক টু্ইটবার্তায় তিনি বলেন,তার বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়নি।
দ্যা কোয়ালিশন অ্যাভিনউর অব কুইবেক (সিএকিউ) এর মনোনয়নে তিনি এবারও নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
বিতর্কে তিনি বলেন,কুইবেকের অর্থনীতির সামনে দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে ইমিগ্রেশন এবং ফরাসী ভাষার বিস্তার। কিন্তু নতুন অভিবাসী হিসেবে যারা মন্ট্রিয়লে আসেন তাদের ৮০ শতাংশই কোনো কাজ করেন না, তারা ফরাসী ভাষা জানেন না এবং কুইবেকের সামজিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার আগ্রহী না।
তার এই বক্তব্য প্রচারিত হবার পরপরই অবিবাসীদের নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানায়। তারা বলেন, মন্ত্রী সত্য বলেননি। অভিবাসীরা কুইবেক বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন। ইমিগ্রেশন মন্ত্রীর এই ধরনের বক্তব্য অনভিপ্রেত বলে তারা মন্তব্য করেন।