গাড়ি চুরি চক্রের ৫১ জন গ্রেফতার
নতুনদেশ ডটকম: টানা কয়েক মাসের চেষ্টায় পুলিশ বৃহত্তর টরন্টো এলাকা থেকে ১৫১টি চোরাই গাড়ি উদ্ধার করেছে। যার মূল্য ১৭ মিলিয়ন ডলার। পুলিশ সংঘবদ্ধ একটি চক্রের ৫১জনকে গ্রেফতার করেছে। বুধবার ইয়র্ক রিজিয়ন পুলিশ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে পুলিশ ১৫টি হ্যান্ড গান একটি অ্যাসল্ট রাইফেল এবং কোকেন উদ্ধারের কথা জানিয়েছে।
গত মে মাসে পুলিশ অপারেশন টাচ ডাউন নামে চোরাই গাড়ি উদ্ধারে অভিযান শুরু করে। তারই অংশ এই উদ্ধার।
পুলিশ জানাচ্ছে বৃহত্তর টরন্টো এলাকায় গাড়ি চুরির হার আশংকাজনক বেড়ে যাওয়ার প্রেক্ষিতে তারা এই অভিযান শুরু করে। পুলিশের তথ্য অনুসারে ইয়র্ক রিজিওনে গত এক বছরে গাড়ি চুরির পরিমান ৪৪ শতাংশ বেড়েছে। তারা প্রতিদিন অন্তত ৬টি করে গাড়ি উদ্ধার করছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানাচ্ছে, জিটিএ এলাকা থেকে গাড়ি চুরির নেটওয়ার্ক পরিচালিত হলেও প্রভিন্সিয়ালি এবং ইন্টারন্যাশনালি একাধিক গ্রুপ এই গাড়ি চুরির সাথে জড়িত। চুরি হ্ওয়া গাড়ি আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং উইরোপে পাচার হয়েছে বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।
পুলিশ জানাচ্ছে- চাবির ফোবস রিপ্রোগ্রামিং করে অধিকাংশ গাড়ি চুরি হয়েছে। একটি গাড়ি টার্গেট করা হলে একজন গাড়ির কাছে দাড়িযে থাকে, আরেকজন বিশেষ একটি ডিভাইস নিয়ে বাড়ীর পাশে দাড়ায়। এই ডিভাইস বাড়ীর ভেতরে থাকা গাড়ির সিগন্যাল পিক করে গাড়ি খোলা এবং স্টার্ট দেয়। অয়ারল্যাস ‘কি ফোব’ সহজেই ম্যানিপুলেটেড করা যায়।এই গ্রুপটি গাড়ি চুরির পাশাপাশি অস্ত্র চালান এবং মাদক পাচার করে।
এক বছরের বেশি সময় ধরেই টরন্টোনিয়ানরা গাড়ি চুরি নিয়ে উদ্বেগ আতংকে আছেন। পুলিশ গাড়ির উদ্ধারের এবং আটকের খবর দিলেও নাগরিকদের মনে স্বস্তি আনতে পারছে না। গাড়ি চুরির চক্রের সাথে যেহেতু মাদক এবং অস্ত্র পাচারের সংযোগ আছে- সেহেতু এটিকে আরো গুরুত্ব দিয়ে জাতীয়ভাবে পদক্ষেপ নেয়ার কথা ভাবা দরকার বলে পর্যবেক্ষকরা মনে করছেন।