মানবিক কর্মকান্ডে চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা ইনক
কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসীর সংগঠন চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা ইনক মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে খাদ্য ও শীতের কাপড় সংগ্রহ কর্মসূচী পরিচালনা করে। চট্টগ্রাম এসোসিয়েশন ইউথ গ্রুপ এর সদস্যরা স্থানীয় কমিউনিটি থেকে খাদ্য ্ও শীতের কাপড় সংগ্রহ করেন। পরে শুকনো টিনজাত খাবার ও শীতের পোষাক স্থানীয় ‘রুজ ফুড ব্যাংক’ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
খাদ্য ্ও শীতকালীন কাপড় সংগ্রহ কর্মসূচীর সমন্বয় করেন পরিচালক ফারাহ হোসাইন এবং সুনেহরা সরওয়ার। সদস্যদের মধ্যে অংশ গ্রহন করে ইউথ গ্রুপের সদস্য সমীর সরওয়ার, নৈনিতা চক্রবর্তী , এসমিতা চক্রবর্তী, আবান রেজা নুর, মেহেক সিদ্দিকী, সালমা সরওয়ার, রাইসা, আনিসা খান, এলিনা খান, ইসরাহ আহমেদ, ইনাইয়া আহমেদ, ইলিইয়া আহমেদ সহ অন্যান্য সদস্যরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সরওয়ার জামান, সাধারন সম্পাদক সব্যসাচী চক্রবর্তী , ট্রেজারার সনৎ বড়ুয়া , ডাইরেক্টর কফিল উদ্দিন পারভেজ, ডাইরেক্টর আজাদ খান প্রমুখ।
‘রুজ ফুড ব্যাক কর্তৃপক্ষ চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক এর এই মানবিক কর্মকাণ্ডের ব্যাপক প্রশংসা করেন এবং স্থানীয় কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । ইয়ুথ গ্রুপের সদস্যরা আরো বেশি করে এই ধরনের মানবিক কর্মকান্ডে অংশ গ্রহন করবে এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তি।