টরন্টো সিটি নির্বাচন: আগাম ভোট গ্রহণ শুরু
নতুনদেশ ডটকম: টরন্টো সিটি নির্বাচনে আগাম ভোট গ্রহণ আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত সিটির ৫০ টি নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
এতোদিন আগাম ভোটের জন্য তিন দিন বরাদ্দ থাকলেও এবার সময় সীমা বাড়ানো হয়েছে। আজ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আগাম ভোট দেয়া যাবে।
আগামী ২৪ অক্টোবর টরন্টো সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটদান পদ্ধতি, ভোট কেন্দ্রসহ ভোট সংক্রান্ত তথ্য সহজপ্রাপ্তির জন্য ‘মাই ভোট’ নামে বিশেষ একটি অ্যাপ চালু করেছে টরন্টো সিটি। https://myvote.toronto.ca/home এই ওয়েসবসাইট থেকে ‘মাই ভোট’ অ্যাপ ব্যবহার করা যাবে।
Photo Courtesy: CBC