’গাড়ি চুরি করতে এলে তার সাথে তর্ক করোনা’
নতুনদেশ ডটকম: ’কেউ যদি তোমার গাড়ি চুরি করতে চায়, তার সঙ্গে তর্ক করোনা, তার সাথে ঝগড়া শুরু করোনা। একটি গাড়ির চেয়ে একজন মানুষের জীবনের নিরাপত্তা অনেক বেশি মূল্যবান।’
ক্রমবর্ধমান গাড়ি চুরি এবং প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তা থেকে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন নাগরিকদের এই পরামর্শ দিয়েছেন পুলিশের হোল্ড আপ স্কোয়াডের ইন্সপেক্টর রিচার্ড হ্যারিস।
এই ধরনের পরিস্থিতিতে দ্রুত নিরাপদ জায়গায় সরে গিয়ে ৯১১ নম্বরে পুলিশকে ফোন করারও পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেরনে তিনি এইসব কথা বলেন।
সাংবাদিক সম্মেরনে ইন্সপেক্টর হ্যারিস ক্রমবর্ধমান গাড়ি চুরি এবং হাইজ্যাকের পরিপ্রেক্ষিতে পুলিশের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
ইন্সপেক্টর হ্যারিস জানান, গাড়ি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ১৮ বছর বয়সী একজন তরুনীসহ বেশ কয়েকজন টিনএজরাকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি জানান, ২০২১ সালে পুরো বছরে ১০২ টি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো। চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে ১৮২টি ছিনতাইয়ের ঘটনা পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে। বৃহত্তর টরন্টো এলাকায় গাড়ি ছিনতাইয়ের পরিমান আশংকাজনকভাবে বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশের তথ্য অনুসারে, অস্ত্রের মুখে গাড়ি ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে। এই ধরনের ঘটনা ঘটেছে পার্কিং লট এবং বিভিন্ন রাস্তার ইন্টারসেকশনে। গত মে মাসে ম্যাপল লিফ এর স্টার উইঙ্গার মিচ মারনার এর রেঞ্জ রোভার অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এই সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর হ্যারিস বলেন,অপরাধীদের ধরে আইনের মুখোমুখি করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। গাড়ি ছিনতাইয়ের হটস্পটগুলোয় পোশাকধারী এবং সাদা পোশাকে পুলিশের টহল চলছে।গাড়ি ছিনতাইয়ের ঘটনা তদন্তের জন্য স্বতন্ত্র একটি টিম গঠন করা হয়েছে।
ছবি: কানাডীয়ান প্রেস