Sun, Jul 17, 2022 10:32 PM
নতুনদেশ ডটকম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যানবাংলা টিভির আয়োজনে ঈদ পরবর্তী আড্ডা গত শনিবার ৬৯ লেভোবিক এভিনিউর ক্যানবাংলা স্টুডিওতে অনুষ্ঠিত হয়।
ক্যানবাংলার চেয়ারম্যান এন্ড সিইও ড. মোঃ হুমায়ুন কবিরের পরিকল্পনায় ও উপস্থাপনায় পবিত্র ঈদুল আজহা'র স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সাবেক সভাপতি আবদুল হালিম মিয়া, নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, রোটারি ক্লাব অব টরোন্টো-ড্যানফোর্থ এর সভাপতি আনোয়ার কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার সভাপতি ড. এ এম এম তোহা, অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা'র সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, রিয়েলটর ইঞ্জিনিয়ার কাজী লিটন আলম, বিল্ডার্স ইন্জিনিয়ার মোঃ রেজা সাত্তার, অন্টারিও লিবারেল পার্টি স্কারবরো সাউথ-ওয়েস্ট এর ডিরেক্টর ড. হানিফ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম আহমেদ, সদস্য সাদ্দাম হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা'র যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ বি এম সোলেমান (কামরুল), রিয়েলটর মোহাম্মদ আলী শাওন, রেশমা আলম, শাহনাজ বেগম, সাংবাদিক গাজী সালাউদ্দীন মিম ও মামুনুর রশীদ।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বার বার জন্মভূমি বাংলাদেশের ঈদ উদযাপন প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে পড়েন, সেই সাথে কানাডায় ঈদকে আরো উৎসবমুখর করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যানবাংলার চেয়ারম্যান এন্ড সিইও ড. মোঃ হুমায়ুন কবির।