Sun, Jul 10, 2022 10:33 PM
নতুনদেশ ডটকম: রজার্সের টেলিফোন, ইন্টারনেট সেবায় বিভ্রাটের পর প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। সেবায় বিভ্রাটের কারনে ব্যবহারকারীদের ‘ক্রেডিট’ দেয়ার ইমেইল, এসএমএস পাঠাচ্ছে রজার্স এর সেবা ব্যবহারকারীদের কাছে।
রজার্স এক বিবৃতিতে জানিয়েছে- তারা কোনো গ্রাহককে ক্রেডিটের ব্যাপারে কোনো ইমেইল বা এসএমএস পাঠাচ্ছে না। রজার্সের ক্রেডিট পাওয়ার জন্য কোনো গ্রাহককে কোনো কিছুই করতে হবে না। রজার্স কর্তৃপক্ষ সরাসরি তাদের গ্রাহকদের ক্রেডিট দিয়ে দেবে।
রজার্স এর ক্রেডিটের নামে কোনো এসএমএস বা ইমেইল পেলে তাতে কোনো লিংক দেয়া থাকলে সেই লিংক এ কোনোভাবেই ক্লিক করবেন না।