Fri, Jun 17, 2022 12:07 PM
নতুনদেশ ডটকম: “আমার শহর কবিতায় জেগে থাকে” – এই শ্লোগানকে ধারন করে গত ১১ জুন টরন্টোয় আত্মপ্রকাশ করেছে নতুন আবৃত্তি সংগঠণ “কন্ঠচিত্রণ”। টরন্টোর বাঙালি পাড়া ডানফোর্থের গোল্ডেন এইজ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্র্মপ্রকাশ ঘোষনা করা হয়। কবি আসাদ চৌধুরীর অভিভাবকত্বে ৬ সদস্যের সংগঠনটির সদস্যরা হলেন শেখর গোমেজ, এলিনা মিতা,নুসরাত জাহান চৌধুরী শাঁওলি, আসমা হক, ববি রব্বানী ও হিমাদ্রী রয়। সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীতে আছেন কবি দিলারা হাফিজ,সাদী আহমেদ ও খশরু চৌধুরী।
কমিউনিটির বিশিষ্ঠ জন ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বের উঁপস্থিতিতে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্টারিওর প্রাদেশিক সংসদের দ্বিতীয় বার নির্বাচিত সংসদ সদস্য ডলি বেগম। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন মোহাম্মদ আমিন মিয়া ও ব্যারিস্টার রিজওয়ান রহমান।
কর্মশালা ও নিয়মিত চর্চ্যার মাধ্যমে আবৃত্তিকে কানাডায় বাংলা সাংস্কৃতির মূল ধারার সাথে যুক্ত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছে বলে জানানো হয়।