টরন্টো ফিল্ম ফোরাম-এর উদ্যোগে ২৫শে মার্চের গণহত্যা দিবস পালিত
নতুনদেশ ডটকম: ১৯৭১ সালের ২৫শে মার্চ বাংলাদেশের সংঘটিত বর্বরোচিত গণহত্যার দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দাবি জানিয়েছেন টরন্টোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা।
গত শুক্রবার টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত প্রদীপ মিছিল এবং স্বাধীনতার আলোচনা সভায় তাঁরা এই দাবি জানান।
টরন্টো ফিল্ম ফোরাম সন্ধ্যা সাড়ে সাতটায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থে এক প্রদীপ মিছিল করে। প্রদীপ মিছিল শেষে ঘরোয়া রেস্টুরেন্টের সামনে বক্তৃতা করেন কানাডা পিডিআই এর আহবায়ক বিদ্যুৎ রঞ্জন দে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন (ডাকসু)’র সাবেক এজিএস নাসিরুদ্দোজা এবং টরন্টো ফিল্ম ফোরামের সহ-সম্পাদক ফয়েজ নুর ময়না।
প্রদীপ মিছিল শেষে ৩০০০ ড্যানফোর্থের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক জামিল চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন স্ক্যারবরো সাউথ-ওয়েস্ট এর এমপিপি ডলি বেগম, বিচেস-ইস্ট ইয়র্কের কাউন্সিলর ব্র্যাড ব্রাডফোর্ড, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, ডাকসুর সাবেক এজিএস নাসিরুদ্দোজা এবং নতুন দেশ এর প্রকাশক ও প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।আলোচনা অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের গান পরিবেশন করেন ফারহানা শান্তা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক সোলায়মান তালুত রবিন।
আলোচনা অনুষ্ঠান শেষে ২৫শে মার্চের কালোরাতের উপর কাওসার চৌধুরী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘সেই রাতের কথা বলতে এসেছি’ প্রদর্শিত হয়। চলচ্চিত্রটির প্রদর্শনীর পর পরিচালক কাওসার চৌধুরী উপস্থিত দর্শকদের সাথে বাংলাদেশ থেকে ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা বলেন এবং প্রদর্শিত চলচ্চিত্র নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।