২৫ মার্চ টরন্টো ফিল্ম ফোরামের প্রদীপ মিছিল, চলচ্চিত্র প্রদর্শনী
নতুনদেশ ডটকম: কানাডায় বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্রসেবীদের সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও ১৯৭১ সালের ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে প্রদীপ মিছিল, আলোচনা সভা এবং গণহত্যার উপর চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচী নিয়েছে।
২৫ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ৩০০০, ড্যানফোর্থ এভিনিউস্থ ফোরামের কার্যালয়ের সামনে থেকে প্রদীপ মিছিল হবে। পরে সন্ধ্যা ৮টায় ফোরাম কার্যালয়ে ( স্থলঃ ৩০০০, ড্যানফোর্থ এভিনিউ, ইউনিট ৪, টরন্টো, অন্টারিও) স্বাধীনতা দিবসের আলোচনা এবং গণহত্যার উপর চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
টরন্টো ফিল্ম ফোরাম সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠোনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে।