Mon, Feb 21, 2022 3:42 AM
নতুনদেশ ডটকম: রাজধানী অটোয়ায় ট্রাকারদের তিন সপ্তাহের বেশি সময়ের অবরোধ শেষ হতে না হতেই প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্থ নাগরিকদের সহায়তা দেয়ার কথা বলে সিটি কর্পোরেশনের নামে ক্ষুদে বার্তা পাঠানো হচ্ছে। অটোয়া সিটি কর্তৃপক্ষ এই ধরনের কোনো টেক্সট ম্যাসেজের উত্তর না দিতে পরামর্শ দিয়েছে।
রোববার সন্ধ্যায় এক টুইট বার্তায় অটোয়া সিটি কর্তৃপক্ষ অটোয়াবাসীকে সতর্ক করে দিয়ে বলেছে, কনভয় প্রতিবাদের কারনে অটোয়া সিটি কর্তৃপক্ষের নামে কোনো ক্ষুদে বার্তা কেউ পেয়ে থাকলে তার যেনো কোনো জবাব না দেয়া হয়। কারন এটি একটি প্রতারণা। কোনো ব্যক্তির আর্থিক তথ্যাদির ব্যাপারে সিটি কখনোই টেক্স ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করবে না বলে অটোয়া সিটির টুইটে উল্লেখ করা হয়েছে।
তবে ফেডারেল সরকার কনভয় আন্দোলনে ক্ষতিগ্রস্থ ক্ষদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের ২০ মিলিয়ন ডলারের সহায়তা দেয়ার ঘোষনা দিয়েছে।ডাউন টাউনের ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসার পরিচালনা ব্যয়ের জন্য ১০ হাজার ডলার করে সহায়তার জন্য আবেদন করতে পারবেন।