Thu, Dec 2, 2021 10:46 PM
নতুনদেশ ডটকম: পঞ্চাশোর্ধ অন্টারিয়ানরা আগামী ১৩ ডিসেম্বর থেকে কোভিডের বোষ্টার ডোজের জন্য নাম নিবন্ধন শুরু করতে পারবেন। দ্বিতীয় ডোজ নেয়ার ১৬৮ দিন অতিক্রান্ত হয়েছে এমন পঞ্চাশোর্ধ অন্টারিয়ানরা বোষ্টার ডোজের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন অন্টারিওর প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ড. কিরাণ মোর বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
১৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে প্রভিন্সিয়াল রেজিস্ট্রেশন সিস্টেম অথবা ভ্যাকসিন বুকিং লাইনে ফোন করে বোষ্টার ডোজের জন্য অ্যপয়েন্টমেন্ট করা যাবে।
কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোন কানাডায় প্রবেশ করেছে বলে নিশ্চিত হবার পর অন্টারিও কোভিডের বোষ্টার ডোজের আ্ওতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের বোস্টার ডোজের আওতায় আনার ঘোষনা দেয়া হয়।