Tue, Jul 13, 2021 7:28 AM
ডা. রুমী আহমেদ খান: এখন লকডাউন শিথিল করার সময় না।কিন্তু ঈদের সময় লকডাউন ধরে রাখাও সম্ভব হবে বলে মনে হয় না।
লকডাউন শিথিল করুন গরিব মানুষ গুলোর জন্য - কিন্তু হাসপাতাল গুলোকে আগামী কয়েক সপ্তাহের ধাক্কা সামাল দেয়ার তৈরী রাখুন।
ইমার্জেন্সি পারচেজ অর্ডার ইত্যাদি করে ঢাকার বাজারে যে কয়টা হাই ফ্লো ন্যাসল ক্যানুলা আছে - সরকারি হাসপাতাল গুলোর জন্য সবগুলো কিনে ফেলুন! এবং অতি দ্রুত চায়না থেকে হাই ভলিউম কিছু অর্ডার দিয়ে রাখুন যাতে ওগুলো আগামী দু তিন সপ্তাহের মধ্যে পৌঁছে যায়।
সরকারি হাসপাতাল গুলোতে টেস্ট কিট, ডেক্সামেথাসোন আর টোসিলিজুমাব এর সাপ্লাই নিশ্চিত করুন।
হাসপাতাল গুলোতে রুটিন অপারেশন আপাতত বন্ধ রাখুন - রুটিন ননইমার্জেন্সি রুগী সব ছুটি দিয়ে দিন! হাসপাতাল গুলোতে কোভিড রুগীর জন্য সিট খালি করুন।
যেসব সংস্থা লাশ দাফন/ সৎকার করেন তাঁদের জনবল বাড়াতে হবে আর প্রচুর সংখ্যায় বডিব্যাগ রেডি রাখতে হবে!
লেখক: ডা. রুমী আহমেদ খান,ফ্লোরিডায় কর্মরত চিকিৎসক।