Sat, May 7, 2022 11:16 PM
নতুনদেশ ডটকম: অন্টারিওর প্রভিন্সিয়াল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কানিজ মৌলীর নির্বাচনী প্রচারণা শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বার্লিংটনের ৪০৪ পালাডিয়াম ওয়েতে বিপুল সংখ্যক সমর্থক স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে কানিজ মৌলী তাঁর নির্বাচনী প্রচারণার ঘোষনা দেন।
লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে কানিজ মৌলী ওকভিল নর্থ- বার্লিংটন এলাকা থেকে প্রভিন্সিয়াল পার্লামেন্টে প্রতিদ্বন্ধিতা করছেন।আগামী ২ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হব্যে।
কানিজ মৌলী তাঁকে এবং লিবারেল পার্টিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, অভিবাসী পরিবারের সন্তান হিসেবে অভিবাসীদের সংকট তিনি ভালোভাবেই বুঝতে পারেন। সেই সব সংকট দূর করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে ঘোষনা দেন।