Thu, Dec 2, 2021 4:31 PM
নতুনদেশ ডটকম: বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শণের উদ্যোগ নিয়েছে টরন্টো ফিল্ম ফোরাম। পুরো ডিসেম্বর মাসে প্রতি শুক্রবার সন্ধ্যায় একটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে ফোরামের ঘোষনায় বলা হয়েছে।
কানাডায় বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম কানাডার মূলধারায় বাংলা চলচ্চিত্রকে পরিচিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
ফোরাম সূত্রে জানানো হয়েছে, বাঙালির বিজয়ের মাস ডিসেম্বর মাসে তারা কানাডায় বসবাসরত বাংলাদেশিদের সামনে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। তারমধ্যে ‘আমার ৫০’ তাদের নিজস্ব নির্মিত প্রামান্য চিত্র।
টরন্টো ফিল্ম ফোরামের ঘোষনা অনুসারে, আগামী ৩ ডিসেম্বর- আমার ৫০, ১০ ডিসেম্বর -মেঘমল্লার,১৭ ডিসেম্বর- অলাতচত্র, ২৪ ডিসেম্বর অনিল বাগচীর একদিন এবং ৩১ ডিসেম্বর- গেরিলা প্রদর্শিত হবে। ৩০০০ ডেনফোর্থে অবস্থিত টরন্টো ফিল্ম ফোরামের ‘মাল্টিকালচারাল ফিল্ম ম্ক্রীনিং সেন্টার ‘ এই চলচ্চিত্রগুলো দেখানো হবে।