Tue, Jul 13, 2021 5:52 PM
ওয়াহিদউদ্দিন মাহমুদ: যে সব নিম্নআয়ের পরিবারকে অনেকদিন আগে নানা সূত্রে চিনতাম (ড্রাইভার, গৃহকর্মী, দারোয়ান), যাদের কারু কারু ইতিমধ্যে অবস্থার অনেকটা উন্নতিও হয়েছিলো এবং আমার খোঁজ খবর নিতে এসেও নিজে থেকে কখনো আর্থিক সাহায্য চায় নি, এমন অনেকে জরুরী খবর পাঠাচ্ছে ঘরে ছেলে-মেয়েদের দেবার মতো খাবার কেনার সঙ্গতি নাই ....যদি কিছু সাহায্য করি। আশ্চর্য, একথাটিও তারা সরাসরি বলতে দ্বিধা করে, আকারে ইঙ্গিতে বোঝাতে চায়, কারণ প্রচলিত অর্থে এরা সরকারি অনুদান পাওয়াদের তালিকার মানুষ নয়, হাত পেতে সাহায্য চাইবার অভ্যাসও নেই, কিন্তু জীবিকা হারিয়েছে।
দারিদ্রের সংজ্ঞা বদলাতে হবে।
মুশকিল হলো ঢাকার বাইরে বিকাশ করে দিনে পঁচিশ হাজার টাকার বেশী পাঠানো যায় না। আবার এখন যারা আমার সাথে আছে, তাদের বেতন-বোনাসও তাদের গ্রামের বাড়ির পরিবারকে আমারই বিকাশে পাঠাতে হয়, কিছু কেনাকাটাও বিকাশে করতে হয়, বাসার লোকদের বাইরে ঝুঁকির মধ্যে পাঠাতে চাই না.....এ নিয়েই দিন যায়।
লেখক: ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ।
লেখকের ফেসবুক পোষ্ট থেকে নেয়া।