Tue, Jul 13, 2021 7:43 AM
শওগাত আলী সাগর: সরকার যে ঈদ পর্যন্ত বিধিনিষেধ শিথিল করার ঘোষনা দিচ্ছেন - তার কী কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? ঈদের কারনে করোনা ভাইরাসও কী তাদের সংক্রমণ বন্ধ রাখবে? মানুষের জীবন মরণ আর ঈদ উৎসব- কোনটা অগ্রাধিকার?
এমনিতেই দেশের মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা যায়নি। সরকার ‘কঠোর স্বাস্থ্যবিধি’ ঘোষনা করেও সেটি কার্যকরভাবে অনুসরণে নাগরিকদের বাধ্য করতে পারেনি। এখন আবার ‘লকডাউন শিথিলের’ ঘোষনা দিয়ে অসচেতন জনগোষ্ঠীর কাছে ভূল বার্তা পৌঁছে দেয়া হচ্ছে না তো? মানুষ যদি মনে করে- করোনা ভাইরাস সংক্রমণরোধে লকডাউন প্রয়োজন নেই, প্রয়োজন থাকলে সরকার ‘কঠোর লকডাউন’কেই ছুটিতে পাঠাতো না- তা হলে তাদের কী দোষ দেয়া যাবে?
সরকারের, নীতিনির্ধারকদের এজেন্ডায় জনস্বাস্থ্য অগ্রাধিকারে না থাকলে জনগণের কল্যাণে আসে এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা যায় না।
লেখক: শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ ।