Thu, May 13, 2021 7:03 AM
নতুনদেশ ডটকম: অ্যাস্ট্রেজেনেকা আর ফাইজারের ’ম্যাচ অ্যান্ড মিক্স’ ভ্যাকসিনেশন নিরাপদ।যুক্তরাজ্যে চলমান গবেষণার প্রাথমিক ফলাফলে গবেষকরা এই ফলাফল পেয়েছেন। তবে এতে অধিকতর পার্শ্ব প্রতিক্রিয়া হয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হয় মূলত মাথা ব্যথা, জ্বর।
গবেষণায় একদলকে প্রথম ডোজ ফাইজার দিয়ে দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রেজেনেকা এবং আরেক গ্রুপকে প্রথম ডোজ অ্যাস্ট্রেজেনেকা এবং দ্বিতীয় ডোজ ফাইজারের ভ্যাকসিন দেয়া হয়।
গবেষকরা বলছেন, এই প্রতিক্রিয়া স্বল্প থেকে মধ্যমেয়াদের হলেও বড় ধরনের কোনো ঝুঁকির তথ্য পাওয়া যায়নি।