Thu, Apr 1, 2021 1:27 AM
সাঈদ চৌধুরী: অন্বেষণ
রাতের ঐ নীলিমায়
খোঁজো, দ্যাখো নিরালায়
চাঁদের আলোয় যতদূর চোখ যায়
কবিতা দাঁড়িয়ে আছে, প্রতিক্ষায়!
বসন্তের কোলাহলে
ময়ুরের মতো পুচ্ছ মেলে
কিম্বা মহাকাশে প্রলয় তোলে
হিমেল কুয়াশা আর বৃষ্টির জলে।
প্রিয়জনের অশ্রুত অভিমানে
নিশিদিন প্রহেলিকায় ও প্রহসনে
বিশ্ব ব্রহ্মাণ্ডের সব রহস্য অন্বেষণে
কবিতা খোঁজো, আলোর অভিযানে।
অভিলাষ
প্রেম-প্রীতির অন্তরালে
ব্যস্ত ভীষন কোলাহলে
ভালোবাসা হৃদয় জুড়ে
চলছে জীবন হৈ-হুল্লোড়ে।
দিন চলেছে আশায় আশায়
রাত জাগে নির্ঘুম দুর্ভাবনায়
এই প্রীতি অবেলার অভিলাষ
সৃষ্টির শ্রেষ্ঠ সময় করছ বিনাশ।
অতিক্রান্ত জীবন ক্লান্ত অধীর
তুমি কি তবে অন্ধ এবং বধির?
বৈশাখী মেঘেরা ঘিরেছে আকাশ
হচ্ছে কেবল হৃদপিন্ডের সর্বনাশ।