Wed, Feb 24, 2021 7:36 PM
শামসুল হক রাসেল: রমজানে করোনা টিকা দেওয়ার 'সময়' কখন হবে সে ব্যাপারে এখন থেকেই পরিকল্পনা করা জরুরি। কারণ রোজা রেখে শরীরে টিকা নেওয়া কতটুকু ইসলাম সমর্থন করে বা করবে সে বিষয়ে ভিন্ন মত বা প্রশ্ন উঠতে পারে।
শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলিম দেশগুলোতে এ নিয়ে প্রশ্ন উঠবে- তা নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তো সে সময় ইফতারের পরে টিকা দেওয়ার ব্যবস্থা হতে পারে। অথবা কোনো ফতোয়া বা ইসলামিক স্কলারদের মতামত নিয়ে অনেক কিছুই হতে পারে। হতে পারে, টিকা নিলে রোজা ভাঙার কোনো অপশন নাও থাকতে পারে। সেটা সিদ্ধান্ত নেবেন ধর্মীয় বিশেষজ্ঞরা। তবে সেটা যাই হোক না কেন এখন থেকে সে বিষয়ে প্রস্তুতি নিতে হবে।
যদি, আবারও বলছি যদি এমন হয়; রোজা রেখে টিকা নেওয়া যাবে না তাহলে হয়তো ইফতার পরবর্তী সময়ে টিকাকেন্দ্রগুলো খোলা রেখে টিকা নিতে হতে পারে। সেরকম হলে কর্তৃপক্ষের উচিত এখন থেকে প্রস্তুতি ও পরিকল্পনা সাজানো। বিশেষ করে যারা দ্বিতীয় ডোজ দেবেন তাদের সেসময় টিকা নিতেই হবে। আর যারা রমজানে প্রথম ডোজ নেবেন সেটা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। অন্তত এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রস্তুতি রাখা ভালো।
লেখক: শামসুল হক রাসেল, সাংবাদিক
লেখকের ফেসবুক পোষ্ট