Fri, Feb 19, 2021 12:58 AM
নতুনদেশ ডটকম: উইনিপেগে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন বিদেশি শিক্ষার্থীই বাংলাদেশি বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব ম্যানিটোবা বাংলাদেশি স্টুডেন্ট এসোসিয়েশন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০.৫৩ মিনিটে সংগঠনের ফেসবুক পেইজে পোষ্ট করা এক বক্তব্যে এসোসিয়েশন নিহতদের বিদেহি আত্মার জন্য সবাই কে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে।
ফেসবুক পোষ্টে নিহত তিন শিক্ষার্থীর একটি গ্রুপ ছবি পোস্ট করে স্টুডেন্ট এসোসিয়েশন বলেছেন, আমরা অত্যন্দ দু:খের সাথে জানাচ্ছি যে, ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় অধ্যয়নরত তিন জন বাংলাদেশি শিক্ষার্থী মো. আরানুর আজাদ চৌধুরী, আল নোমান আদিত্য এবং রাইসুল বাধন আজ সকালে উইনিপেগের বাইরে একটি সড়ক দুর্ঘটনায় মুত্যু বরন করেছে।তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করতে সকলকে অনুরোধ জানাচ্ছি।
আরো পড়ুন: