Sun, Oct 4, 2020 2:15 AM
ফরহাদ টিটো: শফিকুল ইসলাম মানিক ভাইকে আমি চিনি আমার সাংবাদিক জীবনের আগে থেকে মানে কম বয়স থেকেই। ছাত্রজীবনে সিনিয়র ভাই, অমায়িক ভদ্রলোক, শিক্ষিত, রুচিশীল মানুষটা গত বিশ-পঁচিশ বছরে একদম পাল্টে গেছেন কি না জানিনা।
তবে গত কিছুদিন সোশ্যাল মিডিয়ায় তার বাফুফে নির্বাচনী প্রচারণার কিছু ভিডিও দেখে ধারণা করেছি..মানুষটা বয়স এবং সময়ের কারনে কিছুটা বদলালেও ভিতর থেকে সেই ভদ্রলোকই রয়ে গেছেন। সব সময় ভালো কিছু করার, ফুটবলকে সামনের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছাটাও তার শেষ হয়ে যায়নি।
অথচ ফুটবল ফেডারেশনের নির্বাচনে এই মানুষটা পেয়েছেন মাত্র ১ ভোট !!
অবিশ্বাস্য !!!
নির্বাচন আমাদের দেশে আসলেই সবচাইতে বড় প্রহসনের নাম। তা হোক বাফুফের বা জাতীয় সংসদের।
*খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক ফরহাদ টিটোর ফেসবুক পোষ্ট থেকে