Sat, Aug 29, 2020 1:51 AM
নতুনদেশ ডটকম: করোনা ভাইরাসে আয় হারানো নাগরিকদের সহায়তা দিতে কানাডা সরকারের ‘ দ্যা কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট (সিইআরবি)র ২২ বিলিয়ন ডলারের বেশি অর্থ পেয়েছে উচ্চ আয়ের নাগরিকরা। বেসরকারি গবেষনা সংস্থা ফ্রেশার্স ইন্সটিটিউটের এক গবেষণায় চমকপ্রদ এই তথ্য উঠে এসেছে।
সরকারি প্রতিষ্ঠান স্ট্যাটিসটিক্স কানাডার তথ্যউপাত্ত বিশ্লেষণ করে ফ্রেশার্স ইন্সটিটিউট এই তথ্য পরিবেশন করেছে। সংস্থাটির তথ্যেথে দেখা যায়, করোনা ভাইরাসের সময় নাগরিকদের সহায়তা দিতে চাইল্ড ট্যাক্স বেনিফিঠখাতে যে বাড়তি অর্থ দেয়া হয়েছে তার অন্তত ৫০০ মিলিয়ন ডলার গেছে উচ্চ আয়ের পরিবারে।
কোভিড মহামারীর কারনে চাকুরী হারিয়েছেন বা আয় কমে গেছে- এমন নাগরিকদের সহযোগিতা দিতে ফেডারেল সরকার নানা ধরনের সহযোগিতা দিয়েছে।এর মধ্যে সিইআরবি হচ্ছে সবচেয়ে বড় আর্থিক সহযোগিতা।
২০১৯ সালে ন্যূনতম ৫ হাজার ডলার আয় ছিলো, করোনার কারনে চাকুরী হারিয়েছেন বা আয় কমে গেছে তারাই সিইআরবির জন্য যোগ্য বিবেচিত হবে বলে সরকার ঘোষনা দেয়। ফ্রেশার্স ইন্সটিটিউটের বিশ্লেষণে দেখা যায়, সিইআরবির ২২ বিলিয়ন ডলারের বেশি পেয়েছে যাদের বাৎসরিক আয় ১০০ হাজার ডলারের বেশি।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, সিইআরবির ১১ বিলিয়ন ডলারের বেশি গেছে ১০০ হাজার ডলারের বেশি বার্ষিক আয় করেন এমন পরিবারের নির্ভরশীল সন্তানদের কাছে। আবার সস্বামী বা স্ত্রীর একাউন্টে গেছে ৭ বিলিয়ন ডলারের মতো। মোট ফ্যামিলি আয় এর ব্যাপারে কোনো নির্দেশনা না থাকায় এক্ই পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান সিইআরবির অর্থ পেয়েছেন- অথচ তাদের মোট প্যামিলি আয় ১০০ হাজার ডলারের অনেক বেশি।