Sun, Aug 11, 2019 11:52 PM
নতুনদেশ ডটকম: আবৃত্তি সংগঠন অন্যস্বর টরন্টো, ম্যাক এন্টারটেইনমেন্ট এর আয়োজনে "মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প..." শীর্ষক সৈয়দ আজিজ এর একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল গত শুক্রবার ।
বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত দর্শক শ্রোতা সন্ধ্যা ৮-৩০ থেকে রাত ১০.৪৫ পর্যন্ত আবৃত্তি উপভোগ করেন। আয়োজক অন্যস্বর টরন্টোর জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে " ক্ষমা করো হে পিতা " শীর্ষক গান কবিতার আলেখ্য উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আমন্ত্রিত দল বাচনিক এর সদস্যরা আবৃত্তি করেন। তারপর টানা এক ঘন্টা আবৃত্তি করেন সৈয়দ আজিজ। নানান মেজাজের কবিতায় দর্শকশ্রোতার হৃদয়ের কেড়ে নেন আবৃত্তিকার সৈয়দ আজিজ।
উল্লেখ্য এর আগে অন্যথিয়েটার টরন্টো সম্মাননা পদক ২০১৯ প্রদান করা হয় বাংলাদেশ থিয়েটার এর প্রধান, টরন্টোর বাঙালি নাট্যকর্মীদের মধ্যে অগ্রজ নাট্যকর্মী মোহাম্মদ হাবিবউল্লাহ দুলালকে। বিজ্ঞপ্তি।