Fri, Jul 19, 2019 12:27 AM
নতুনদেশ ডটকম: বাংলাদেশের খ্যাতিমান ব্যান্ড শিল্পী জেমস এখন টরন্টোয়। দীর্ঘ বারো বছর পর তিনি টরন্টোর সঙ্গীত পিপাসুদের সূরের মূর্ছনায় মোহিত করবেন। জেমস এর ব্যান্ড শো নিয়ে ইতিমধ্যে কমিউনিটিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
‘দ্যা ম্যাক এন্টারটেইনমেন্ট’ এর আয়োজনে আগামী রোববার ( ২১ জুলাই) টরন্টোয় অনুষ্ঠিত হচ্ছে ‘নগর বাউল জেমস লাইভ শো ইন টরন্টো’। ১৯০ রেইল সাইড আভিনিউর টরন্টো প্যাভিলিয়নে সন্ধ্যা ৭টা থেকে বর্ণাঢ্য এই আয়োজনের শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ঢাকা ক্লাব ভ্যানকুভারের ব্যবস্থাপনায় জেমসের টরন্টো কনসার্টের আয়োজন সহযোগী হিসেবে রয়েছেন শাহিন খান, নাসির কাশেম, ম্যাক আজাদ, নাসির কাশেম, লিটন কাজী আলম, হালিম শাহ ও লোটাস কোমল।
দ্যা ম্যাক এন্টারটেইনমেন্ট এর কর্ণধার ম্যাক আজাদ জানান, নগর বাউল হিসেবে সমধিক পরিচিত ব্যান্ড শিল্পী টরন্টো এসে পৌঁচেছেন। ব্যান্ড এবং জেমস এর হাজারো ভক্ত রয়েছে এই টরন্টোয়, প্রিয় শিল্পীর গান শুনতে তারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। জেমস এর এই লাইভ শো কমিউনিটিতে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে তিনি উল্লেখ করেন।