Thu, Jun 20, 2019 1:37 AM
নতুনদেশ ডটকম: শিক্ষক নিয়োগ থেকে পাট্রক্রম পরিচালনার বিভিন্ন খাতে প্রায় ৬৮ মিলিয়ন ডলার বরাদ্দ কমিয়ে দিয়েছে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড টিডিএসবি। কানাডার সর্ববৃহৎ স্কুর বোর্ড বুধবার রাতে তাদের ২০১৯-২০ সালের বাজেট পাশ করেছে। টিডিএসবির ৩.৪ বিলিয়ন ডলারের বাজেট থেকে ৬৭ মিরিয়ন ডলার কাটছাঁটে অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।
প্রসঙ্গত, ডাগ ফোর্ডের কনজারভেটিভ সরকার কর্তৃক শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে দেয়ার বাস্তবতাকে বিবেচনায় নিয়ে টিডিএসবিকে এবারের বাজেট তৈরি করতে হয়েছে।
বাজেট বৈঠকের পর এক বিবৃতিতে টিডিএসবির চেয়ার রবিন পিলকি বলেছেন,একটি ভারসাম্যমূলক বাজেট উপস্থাপনের জন বোর্ড নিরলস পরিশ্রম এবং চেষ্টা করেছে। শিক্ষা মন্ত্রনালয়ের উল্লেখযোগ্য পরিমানে বাজেট বরাদ্দ কমিয়ে দেয়ার বাস্তবতায় এই বাজেট করতে হয়েছে।
জানা গেছে, আইবি প্রোগ্রামসহ বেশি কিছু প্রোগ্রামের বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য শিক্ষক নিয়োগের বরাদ্দও কমানো হয়েছে।
বাজেট পাশের পর অভিভাবকরা টিডিএসবির সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে।