Mon, Apr 15, 2019 5:33 PM
নতুনদেশ ডটকম: কানাডা-তে বসবাসরত বাংলাদেশী ফার্মাসিস্টদের সংগঠন এবপিক (এসোসিয়েশন অব বাংলাদেশী ফার্মাসিস্ট ইন কানাডা) এর চতুর্থ বার্ষিক সম্মেলন ,নববর্ষ উদযাপন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা আগামী ২০ শে এপ্রিল ২০১৯, সন্ধ্যা ৭ টায় ড্যানফোর্থস্হ রয়েল কানাডিয়ন লিজন হলে অনুষ্ঠিত হবে।
কানাডার বিভিন্ন ফার্মেসি, ওষুধ কোম্পানী, উন্নয়ন গবেষনা কেন্দ্রে কর্মরত ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএচডি অধ্যয়নরত প্রায় দুই শতাধিক বাংলাদেশী ফার্মাসিস্ট ও তাদের পরিবারবর্গ এই মিলন মেলায় অংশ নেবে বলে আয়োজকরা আশা করছেন।
আয়োজকরা জানান, স্থানীয় এম পি, এম পি পি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহনের ব্যাপারে সম্মতি প্রদান করেছেন। বহুজাতিক কোম্পানী বোহ্রিংগার, অ্যামজেন, জ্যাম্প ফার্মা ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ইতিমধ্যে এ আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
এই উপলক্ষে একটি আকর্ষনীয় ক্রোড় পত্র প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে অথবা আয়োজনের সাথে সম্পৃক্ত হতে আগ্রহীদের নিম্নলিখিত নাম্বারে যোগা্যোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
ফকরুদ্দিন মাসুদঃ +1 4165606387, মাহবুবুর রশিদঃ +1 6479971693, মেহেদিঃ +1 6477004887 বিজ্ঞপ্তি।