Thu, Apr 4, 2019 10:25 PM
নতুনদেশ ডটকম: টরন্টোর এক সিটি কাউন্সিলরের বাড়ী এবং গাড়িতে গুলি বর্ষনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পা্ওয়া গেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, তারা এটি তদন্ত করছেন।
টরন্টোর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জন ফিলিওন এর উইলোডেল এবং ইমপ্রেস এলাকার বাড়ীতে বৃহস্পতিবার ভোর ১.৪০ মিনিটে কে বা কারা বেশ কয়েকটি গুলি ছুঁড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিটি কাউন্সিলর গুলির ঘটনা পুলিশকে জানালে তারা এসে তদন্ত শুরু করে।
সিটি কাউন্সিলর জন ফিলিওন জানান, তিন সপ্তাহ আগে এক ব্যক্তি অস্ত্রসহ তার বাড়ীতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। এটি তারই ধারাবাহিকতা বলে তিনি মনে করছেন। কাউন্সিলর বলেন, আমার মনে হয় সিটি কাউন্সিলে আমার কাজের কারনে আমি কারো টার্গেটে পরিণত হয়েছি।। তবে এই সম্পর্কে বিস্তারিত কিছু বলতে তিনি রাজি হননি।
পুরষ্কার বিজয়ী সাংবাদিক সিবিসি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্যা কারেন্ট’ এর হোস্ট আনা মারিয়া এই বাড়ীতে বসবাস করেন। তবে তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, গুলি বর্ষনের তিনি টার্গেট ছিলেণ- এমনটা তিনি মনে করছেন না।
সিটি মেয়র জন টরি এক বিবৃতিতে কাউন্সিলরের বাড়ীতে গুলি বর্ষনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।