Sat, Nov 24, 2018 1:43 PM
আলঝেইমার সোসাইটি অব টরন্টোর এসথার এটামোর সঞ্চালনায় অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন বায়েসের নির্বাহী পরিচালক ইমাম উদ্দিন। সঞ্চালনা সহায়ক ছিলেন হেলথ্ কো-অর্ডিনেটর মো. মোহিতুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন গোলাম মোস্তফা, কানাডিয়ান সেন্টারের পরিচালক তৌহিদা চৌধুরী প্রমুখ। এসথার এটামো তাঁর বক্তব্যে বলেন, ডিমেনশিয়ায় আকান্ত ব্যক্তির মস্তিষ্ক ঠিকমত কাজ করা থেকে বিরত রাখে। তাদের কোন কিছু মনে রাখা, চিন্তা করা ও সঠিক কথা বলা নিয়ে সমস্যা দেখা দেয়। তারা এমন কিছু বলতে বা করতে পারে যা অন্যদের কাছে অদ্ভূত মনে হতে পারে, এবং তাদের জন্য দৈনন্দিন কাজ করা কষ্টকর হয়ে উঠতে পারে। যেমন, সাম্প্রতিক ঘটনা, নাম ও চেহারা ভুলে যাওয়া। প্রায়শই অল্প সময়ের মধ্যে একই প্রশ্নের পুনরাবৃত্তি করা। জিনিসপত্র ভুল স্থানে রাখা। মনযোগ ধরে রাখা বা সরল সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে উঠা প্রভৃতি। তিনি বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্তরা ডিমেনশিয়ার ঝুঁকিতে থাকেন বেশি। সুষম খাদ্যাভাষ গড়ে তোলা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং বিভিন্ন কাজ-কর্মে সক্রিয় থাকার মাধ্যমে ডিমেনশিয়া প্রতিরোধ করা যেতে পারে। সেজন্য এ বিষয়ে প্রয়োজন ব্যাপক সচেতনতা গড়ে তোলা।
ডিমনেশিয়া বর্তমানে গোটা বিশ্বের সমস্যা। কানাডায় প্রতিবছর ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সংখ্যা প্রায় পঁচিশ হাজার। ধারনা করা হচ্ছে আগামী ২০৩০ সাল নাগাদ কানাডায় ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৩৭ হাজারে দাঁড়াবে।
উল্লেখ্য, কানাডায় বাঙালী কমিউনিটির সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বায়েস নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে। পরবর্তী কর্মশালার বিষয় ডায়াবেটিস ব্যবস্থাপনা। ডায়াবেটিস কানাডার বিশেষজ্ঞগণ এতে অংশগ্রহণ করবেন। কর্মশালাটি আগামী ৮ ডিসেম্বর, শনিবার, বেলা দুইটায় টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থ এভিনিউর এক্সেস পয়েন্টে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।