Sat, Nov 17, 2018 11:04 PM
সমস্যাটির গুরুত্ব অনুধাবন করে বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) আয়োজন করেছে এক কর্মশালার। জার্নি অব ডিমেনশিয়া বিষয়ক এই কর্মশালাটি আগামী ২৩ নভেম্বর শুক্রবার, বেলা দুইটায় টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থ এভিনিউর এক্সেস পয়েন্টে অনুষ্ঠিত হবে। উডগ্রীন কমিউনিটি সার্ভিসেস এর সহায়তায় কর্মশালাটি পরিচালনা করবে আলঝেইমার সোসাইটি অব টরন্টোর বিশেষজ্ঞগণ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হালকা খাবার ও দূর-দুরান্ত থেকে আগতদের টিটিসি টোকেন দেওয়া হবে। এতে আগ্রহী কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। অংশগ্রহণকারীরা ৬৪৭.৯৮১.৭৮৫৩ নাম্বারে ফোন বা টেক্সট করে অগ্রিম নাম নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি।