Wed, Sep 19, 2018 10:33 AM
নতুনদেশ ডটকম: শেষ পর্যন্ত ২৫ ওয়ার্ডেই টরন্টো সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্টারিওর আপিল কোর্টের রায়ে প্রিমিয়ার ডাগ ফোর্ডের আকাংখা পূরণ সহজ হয়ে গেলো।
আজ সকালে অন্টারিওর আপিল কোর্ট সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের দেয়া রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে।
এর আগে কাউন্সিলর সংখ্যা ৪৭ থেকে কমিয়ে ২৫ আনার প্রভিন্সিয়াল সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিলো সুপিরিয়র কোর্ট অব জাস্টিস।
প্রভিন্স তার বিরুদ্ধে সোমবার আপিল করে। মঙ্গলবার দিনভার শুনানী শেষে আজ সকালে তিন সদস্যের আপিল আদালতের রায় প্রকাশ করা হয়।
আগামী ২২ অক্টোবর টরন্টো সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।