Fri, Jun 1, 2018 9:20 AM
নতুনদেশ ডটকম: মৌসুমের প্রথম দুটি খেলায় জিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে "টিম টাইগারস"। ২০১৭ তে যাত্রা শুরু করেই এম এ জি ওসমানী কাপ এবং ম্যাপল কাপ চ্যাম্পিয়ন হয় টাইগারস বাহীনি।এইবার প্রথম বারের মতো নর্থ আমেরিকার সবচেয়ে বড় এবং প্রাচীন ক্রিকেট লীগ টরন্টো ডিভিশন লীগে খেলছে দলটি।
মৌসুমের প্রথম ম্যচে শ্রীলংকান কানাডীয়ান ও পাকিস্তানী কানাডীয়ানদের এলায়েন্স সিসিকে এবং তারপর লীগের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান ভিত্তিক মিসিসিসাওগা ডলফিনসকে হারিয়ে চমক সৃষ্টি করে চলেছে টিম টাইগারস।
কানাডায় বাংলাদেশিদের মূল ধারার ক্রিকেটে নিয়ে আসতে এবং তরুণদের ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলতে চায় দলটি।
টিম টাইগারস এর সাথে জড়িত হতে এবং দলটি সম্বন্ধে জানতে চাইলে দলের অফিশিয়াল ওয়েবসাইট http://team-tigers.com/ এবং ফেইসবুক পেইজে https://www.facebook.com/Team-Tigers-157387478309580/ ভিজিট করুন। বিজ্ঞপ্তি।