Tue, May 29, 2018 6:41 PM
ফরহাদ টিটো:মাশরাফি সামনের নির্বাচনে অংশ নেবেন, নিতে পারেন সাকিবও.. সাবেক আইসিসি ও বিসিবি প্রধান, বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী আ-হ-ম মুস্তাফা কামাল এই ধরণের উচ্চারণ করতেই দেশে-বিদেশে কোটি বাংলাদেশিদের মনে আতংক ছড়িয়ে পড়েছিলো। এই আতংকের কারন স্পষ্ট, খনিজ পানির মতো পরিষ্কার। কেউ তাদের জাতীয় আর স্বপ্নের নায়কদের দেশি রাজনীতির নোংরা মাঠে দেখতে চায় না । পরে যদিও খবর এসেছে বক্তব্য অস্বীকার করেছেন সাবেক বিসিবি প্রধান। কিন্তু তাতেও কি সন্দেহ কাটছে মানুষের মন থেকে। নিউজে পড়লাম, মাশরাফি নিজেও বলেছেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। কিন্তু পরিকল্পনা মন্ত্রী আর তার সরকার যদি পরিকল্পনা করেই থাকে মাশরাফি-সাকিবদের রাজনীতিতে নিয়ে আসার তাহলে তা আজ নয়তো কাল হবেই !
দেশের জনপ্রিয় নাগরিক হিসেবে রাজনীতিতে তারা যোগ দিতেই পারেন তবে এখনই কেন ? খেলার মাঠে দেশকে তো আরও কিছু দেওয়ার বাকি তাদের ! খেলা ছাড়ার পর, অবসরে যাওয়ার পর তারা যদি রাজনীতিতে এসে সুস্থ রাজনীতির উদাহরণ রাখতে পারেন.. তাহলে তো স্বাগতই জানাবে তাদের সমর্থকরা এবং আপামর জনতা ।
তারকা খেলোয়াড়দের রাজনীতিতে যোগ দেয়ার ঘটনা অনেক আছে বাইরের দুনিয়ায়(আছে বাংলাদেশেও)। পাশের দেশ ভারতে তো এমন উদাহরণ অনেক। পাকিস্তানে ইমরান খানের রাজনীতিতে যোগ দেয়ার ঘটনা তো ক্রিকেট এমন কি ক্রীড়া বিশ্বেরই সবচে' বড় খবর ছিলো । ইমরান কিন্তু অধিনায়ক হিসেবে জাতিকে বিশ্বকাপ উপহার দেয়ার পরই কাজটা করেছিলেন । তাকে স্বাগত জানিয়েছিলো সবস্তরের ক্রিকেট পাগল পাকিস্তানীরাও ।
তাদের ক্যারিয়ারের শেষ অথবা সেরা সময়ে দেশের দুই ক্রিকেট মহানায়ককে নিয়ে এমন আত্মঘাতী পরিকল্পনা করবেন না প্লিজ..আপনি নিজেও তো রাজনীতিতে ঢোকার আগে ক্রিকেটারদের আগলে রাখতেন সংগঠক হিসেবে, তারা খেলা ছাড়া অন্য কিছুতে জড়াক তা আপনি চাইতেন না মনেপ্রাণে । আমি আপনার ক্রিকেট সাংগঠনিক ক্যারিয়ারটা খুব কাছ থেকে দেখেছি বলেই বলছি কামাল ভাই...
আপাতত স্রেফ 'কল্পনামন্ত্রী' হয়ে যান মাশরাফি-সাকিবের ব্যাপারে। পরিকল্পনাটা তুলে রাখুন দেশের অন্যান্য উন্নয়নে ।
*খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক ফরহাদ টিটো’র ফেসবুক পোষ্ট