Tue, Apr 10, 2018 12:03 AM
নতুনদেশ ডটকম: শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সংসার ভাঙার খবর পাওয়া গেছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নাদিয়া নন্দিতা ইসলাম তিন মাস আগে থেকে ইমরানের সঙ্গে থাকছেন না বলে জানা গেছে।
তবে এ ব্যাপারে জানতে সোমবার সন্ধ্যার পর ইমরানকে ফোন করা হলে তার ব্যক্তিগত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তাই সংসার ভাঙার খবরটি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় একাধিক মন্ত্রী অভিযোগ করেন যে, কোটা সংস্কারের আন্দোলনের প্রধান ইন্ধনদাতা ইমরান এইচ সরকার। এসময় শিক্ষামন্ত্রী বলেন, উস্কানিদাতাদের অবশ্যই শাস্তি দিতে হবে, সে যে-ই হোক না কেন। আমার মেয়ে আর ইমরানের সংসার করছে না।
যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আছেন রংপুর মেডিকেল কলেজের সাবেক ছাত্র ইমরান এইচ সরকার।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এটি নাদিয়ার দ্বিতীয় বিয়ে ।
সূত্র: সমকাল