Sat, Apr 7, 2018 12:36 AM
নতুনদেশ ডটকম: কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির কেন্দ্রীয় কনভেনশনে অংশ নিচ্ছেন বাংলাদেশি কানাডীয়ান হোসনে আরা আক্তার (হাসনা হেনা)। আগামী ১৯ এপ্রিল নোভাস্কশিয়ার হ্যালিফ্যাক্সে তিন দিনের এই সম্মেলন শুরু হবে।
ঢাকায়। জন্ম হওয়া চট্টগ্রামের মেয়ে হোসনে আরা আক্তার (হাসনা হেনা) লিবারেল পার্টি কানাডার একজন নবীন কিন্তু নিবেদিত প্রাণ কর্মী। কানাডা প্রবাসী এই বাংলাদেশী কাজের ফাঁকে যখনই সময় পায় লিবারেল পার্টির কর্মকান্ডে অংশ নেন।
লিবারেল পার্টির কনভেনশনেও তিনি অংশ নিতে যাচ্ছেন একমাত্র মেয়ে গ্রেড ৯ এর ছাত্রী এবং স্বামী টরন্টোর পরিচিত এবং বিশিষ্ঠ কণ্ঠশিল্পী অনুপ কুমারকে সঙ্গে নিয়ে। কনভেনশন প্রসঙ্গে তিনি জানান, সুযোগ পেলে বাঙালি কমিউনিটির কিছু ইস্যূ তিনি সেখানে তুলে ধরতে চান।