Fri, Apr 6, 2018 2:03 PM
নতুনদেশ ডটকম: উমরাহ হজ্জ করতে গিয়ে চোরের খপ্পরে পড়েছেন কানাডা আওয়ামী লীগের সহসভাপতি জসিম চৌধুরীর স্ত্রী নিনা চৌধুরী। বর্তমানে সৌদিতে অবস্থানরত জসিম চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টে এই তথ্য জানিয়েছেন।
ফেসবুকে ইংরেজীতে তিনি লিখেছেন "সৌদি আরব কি বর্বর জাতি ! আমরা উমরাহ হজের জন্য এখানে আছি, মক্কায় তাওয়াফ শেষ করে মদিনাতে এসেছি, গতকাল আমার স্ত্রী নিনা মসজিদের পাশের হোটেলের এলাফের সামনে ছিলেন। কিছু সৌদি মহিলা তার ওয়ালেট চুরি করে নিয়ে গেছে। ওটাতে তার সব ক্রেডিট কার্ড, নগদ ডলার, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড ইত্যাদি ছিলো। সৌদিরা কবে মানুষ এবং সভ্য হবে।"
*ফেসবুক থেকে নেওয়া কানাডার একটি অনুষ্ঠানের ছবি