Fri, Mar 16, 2018 11:43 PM
নতুনদেশ ডটকম:হঠাৎ বিকট শব্দ। সময় রাত আটটারও খানিকটা পরের । ডাউন টাউনের অধিবাসীরা আতংকিত এবং কৌতূহলী। কিছুক্ষণের মধ্যেই পুলিশ জানালো- ভয়ের কিছু নেই, পুরো এলাকাই নিরাপদ। তা হলে শব্দ কিসের? এটি আসলে গ্রেনেড নিষ্ক্রিয় করতে ব্যবহৃত পৃলিশের বিশেষ যন্ত্র বিশেষ।
শুক্রবার বিকেলে একজন পথচারী পুলিশকে জানায়- এয়ার কানাডা সেন্টারের প্রবেশ পথে গ্রেনেডের মতো কিছু একটা পড়ে আছে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে পড়ে পুলিশ। ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি অবস্থান নেয় এয়ার কানাডা সেন্টারের পাশে।
র্যাপটরস আর ম্যাপল লিফের খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিলো সেন্টারে। নিরাপত্তার কারনে ৫ এবং ৬ নম্বর গেটটি বন্ধ করে দেওয়া হয়। দর্শণার্থীদের সরিয়ে নেওয়া হয় অন্য পথে।
পুলিশ বিশেষ ব্যবস্থায় তুলে নেয় পড়ে থাকা প্যাকেটটি। পরে জানায়- এটি আসলে গ্রেনেড নয়- প্লাস্টিকের তৈরি গ্রেনেডের রেপ্লিকা। তাই নিয়ে আতংকে কাটে ডাউন টাউনের এক সন্ধ্যা।