Sat, Mar 10, 2018 4:55 PM
নতুনদেশ ডটকম: ফলাফল ঘোষনার আগেই ভোট পূণ:গণনার দাবি ওঠায় নির্ধারিত সময়ে অন্টারিওর কনজারভেটিভ পার্টির নতুন নেতার নাম ঘোষনা করা যায়নি। আজ শনিবার বিকেল ৩টায় নতুন নেতা নির্বাচনের ফলাফল ঘোষনার কথা ছিলো। কিন্তু একজন শক্তিশালী প্রার্থী ভোট পূণ গণনার দাবি জানায়।
জানা গেছে, ভোট গণনায় সাবেক সিটি কাউন্সিলর ডাগ ফোর্ড বিজয়ী হয়েছেন। কিন্তু প্রতিদ্বন্ধি ক্রিস্টিন ইলিয়ট ফলাফল না মেনে পূণ:গণনার দাবি জানান।
প্রসঙ্গত, যৌন হয়রানির অভিযোগ ওঠায় পার্টির নেতৃত্ব থেকে প্যাট্টিক ব্রাউনের পদত্যাগের পর নতুন নির্বাচনের জন্য কনভেনশন আহ্বান করা হয়। কনজারভেটিভ পার্টির সদস্যরা প্রত্যক্ষ ভোটে তাদের নতুন নির্বাচন করছেন।
মারখাম কনভেনশন সেন্টারে কয়েক হাজার পার্টি কর্মী নির্বাচনের ফলাফল শোনার জন্য সকাল থেকে অপেক্ষায় রয়েছেন।
কনজারভেটিভ পার্টির লিডারশীপ অর্গানাইজিং কমিটির চেয়ার হার্টলি লেফটন বিকেল ৩টার পর সিপি২৪কে বলেছেন, তাদের হাতে এখনো চূড়ান্ত ফলাফল পৌছেঁনি।
প্রতিদ্বন্ধি চারজন প্রার্থীই তাদের আইনজীবী সঙ্গে নিয়ে ভোট গণনাস্থলে অবস্থান করছেন।